Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নে “মানব সেবায় আমরা” সংগঠনের উদ্যোগে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান। সভায় সভাপতিত্ব করেন “মানব সেবায় আমরা” সংগঠনের আহ্বায়ক ও গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠক ও কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ইকরাম হোসেন এবং ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া ও চুরির মতো সামাজিক অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দিলোয়ার হোসেন জিহাদি, শহিদুল হক, শহিদুল ইসলাম, হোসনে আরা পুতুল, রিফাত, ইমন মাহমুদ লিমনসহ অনেকে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ সভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।