কাঠালিয়া প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেতাম না।
আগামীর নির্বাচনে ধানের শীষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাল্লাহ।” তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনাতেই রাজাপুর- কাঁঠালিয়া বিএনপি চলবে। তাঁর প্রতিটি নির্দেশ আমরা ঐক্যবদ্ধভাবে পালন করব।”
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুস শহীদ, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলাদলের সভানেত্রী লীনা পারভীন, জিয়া মঞ্চের সভাপতি এইচ. এম. বাদলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.