খুলনা প্রতিনিধি
আদর্শ, নীতি ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নবাগত সদস্য সমাবেশ। শুক্রবার (৭ নভেম্বর) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের এম. এম. পুর শামছুল উলুম মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে অংশ নেন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া শাখার শত শত নবীন সদস্য।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব ও খুলনা-৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। তাঁর প্রাঞ্জল বক্তৃতায় তিনি বলেন, “নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশের ইতিহাসে বহু জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবারই জাতি পেয়েছে নতুন অপরাধপ্রবণ নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “২৪-এর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে যুবকরাই ছিল অগ্রভাগে, কিন্তু ভাগ্যের পরিবর্তন আসেনি। আজকের যুব সমাজ বেকারত্বের অভিশাপে জর্জরিত, কেউ কেউ দিশেহারা হয়ে অবৈধ পথে পা বাড়াচ্ছে। উন্নত দেশ গড়তে প্রয়োজন আদর্শবান, কর্মঠ ও নৈতিক যুবক। যদি হাতপাখা বিজয়ী হয়, আমি যুবকদের কর্মসংস্থানের নতুন দ্বার খুলব। অতীতের মতো যদি আবার মাস্তান ও চাঁদাবাজরা ক্ষমতায় আসে, তবে মুক্তি আসবে না।”
যুবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে ইউনুছ আহমাদ বলেন, “নীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নেতার পরিবর্তনে নির্বাচন অর্থহীন। জুলাই অভ্যুত্থানের ত্যাগের মর্যাদা দিতে হলে সংস্কার, বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”
প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, “নব্য ফ্যাসিস্টদের হুমকি-ধমকি প্রমাণ করে তারা এখন জনসমর্থন হারিয়েছে। এবারের নির্বাচনে ইনশাআল্লাহ হাতপাখার বিজয় নিশ্চিত।”
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম বলেন, “ইসলামী দলগুলোর জনপ্রিয়তা আজ দৃশ্যমান। এই অগ্রযাত্রা রুখে দিতে কিছু গোষ্ঠী হিংসায় দিশেহারা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জাতীয় সংসদ হবে আলেমদের নেতৃত্বে পরিচালিত একটি নৈতিক মজবুত প্রতিষ্ঠান।”
সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদ বলেন, “যদি কেউ দিনের ভোট রাতে দেওয়ার অপচেষ্টা চালায়, ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের নেতা মাওলানা হারুন অর রশীদ, শেখ মোঃ মুহিবুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, হাফেজ বেলাল হুসাইন, সাইফুল্লাহ খালিদ নাজমুল, উপজেলা আন্দোলন নেতা শেখ মোঃ ইউসুফ আলী, মুফতী ফয়জুল্লাহ, মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, হাফেজ মহাসিন, হাফেজ জিয়াউর রহমান, মাওলানা আনিসুর রহমান, মুফতী সাজ্জাদ হুসাইন, হাফেজ হুসাইন, হাফেজ নাজমুস সাকিব, মোঃ সাদুল্লাহ ও আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের নেতা মুহাম্মদ ফরহাদ মোল্লা ও মুহাম্মদ শরিফুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
উচ্ছ্বাস, শপথ আর পরিবর্তনের প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠা এ সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন— আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে গড়ে তুলবেন নৈতিক, ন্যায়ভিত্তিক ও শান্তিময় বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.