চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি ব্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি বলেন, দেশে গণতন্ত্র আজ বিপন্ন, মানুষ এখনও স্বাধীন ভাবে কথা বলতে পারছে না, ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র চলছে। এক অদৃশ্য শক্তি দেশের রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই অদৃশ্য শক্তিকে মোকাবিলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু ভাবে হবে। এবার যার যার ভোট সে সে দিবে। সবাই মিলে ধানের শীষে ভোট দিবে।
তিনি বলেন, ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল জনগণের আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। সেই দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সেই ঐক্যের চেতনা নিয়েই এগিয়ে যাব।
এ সময় আরও বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ সরকার, জেলা বিএনপির মহিলা সভানেত্রী অ্যাডভোকেট মিতালি, জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, চারঘাট পৌরসভা বিএনপির সভাপতি মোমিনুল হক মমিন, যুগ্ন-সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট সহ সভায় চারঘাট উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.