পলাশ(নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার সানের বাড়ি পঞ্চবটি মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে ৮ম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। সানের বাড়ি দ্বীনভক্তদের উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞ শুরু হয়েছে বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) এবং চলবে শনিবার (৮ নভেম্বর) পর্যন্ত।
তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। সকাল-সন্ধ্যা বিরতিহীনভাবে চলছে নামসংকীর্তন, যা ছড়িয়ে দিচ্ছে এক মনোমুগ্ধকর ও ভক্তিময় পরিবেশ।
এতে এলাকার নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে অংশ নিচ্ছেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আরতি ও প্রার্থনায় মুখর হয়ে উঠছে গোটা মন্দির প্রাঙ্গণ।
আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের চর্চা হ্রাস পাওয়ায় এমন ধর্মীয় আয়োজন সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম সূধা পরিবেশনায় অংশ নিচ্ছেন — শ্রীশ্রী চৈতন্য সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী রাই রসরাজ সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী মীরার গিরিধারী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী রাজ লক্ষ্মী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল) এবং স্থানীয় শ্রীশ্রী হরি মন্দির সম্প্রদায় (সানেরবাড়ী)।
এ সময় স্থানীয় এলাকাবাসী ও দূরদূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো এলাকা। হরিনাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পলাশের আকাশ-বাতাস।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মহাযজ্ঞকে ধর্মীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জীবের কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এমন অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.