মোহাম্মাদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা ০৪ আসনের ( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী) জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
জানা যায় তিনি মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর বাজার, সাতগাঁও বাজার, খলাপাড়া বাজার, ইছাপুর বাজার হয়ে নুরপুর বোয়ালি জিয়াখড়া বাজারের প্রকাশ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভা করেন। ৭ নভেম্বর শুক্রবার বেলা ২ ঘটিকার সময় তিনি প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নেন।
মেন্দিপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মেন্দিপুর ইউনিয়নের জামাতের সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরের জামাতের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনার চার আসনের ( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ) জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আল-হালাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা জমাতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, মদন উপজেলা জমাতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ও মোহনগঞ্জ উপজেলা জামাতের আমীর মোহাম্মদ তোফাজ্জল হোসেন সবুজ।
বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা জামাতের সেক্রেটার মাওলানা মোঃ রুহুল আমিন, মোহনগঞ্জ উপজেলা জামাতের নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ তালুকদার, সেক্রেটারি মোঃ আবু জাহেদ, নেত্রকোনা জেলা জামাতের ইউনিট সদস্য মোহাম্মদ আবুল কালাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি শেখ রিয়াজউদ্দিন, মদন উপজেলা জামাতের নেতা হাফিজুর রহমান শামীম, খালিয়াজুরী ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ আবু হুরায়রা।
উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ মিরাশ উদ্দীন, মোঃআহছানুল হক ফজলু, মোহাম্মদ মজনবী চৌধুরী, মোহাম্মদ রাসেল মিয়া, মোঃ হুমায়ুন কবীর, মোঃ রিগান চৌধুরী, মোঃ কাঞ্চন মিয়া সহ প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ প্রায় দুই শতাধিকতা নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি সুন্দর শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে মদখোর, নেশাখোর, গাজাখোর, সন্ত্রাস, দুর্নীতিবাজ , চাঁদাবাজ, ঠেন্ডারবাজ, দখলবাজ থাকবেনা। যে সমাজ নারী ধর্ষন ও লুটতরাজ, চুরি, ডাকাতি হবে না। যে সমাজে বা দেশে আল্লাহর আইন ও কুরআনের শাসন প্রতিষ্ঠা হবে। তাই আসুন আমরা সবাই মিলে একটি সুখী, শান্তিময় , সবৃদ্ধশালী রাষ্ট্র গড়ার জন্য দাঁড়ে পাল্লা মার্কা ভোট দিয়ে, আল্লাহর কোরআনের আইন ও ইসলামের শাসন কায়েম করার চেষ্টা করি ইনশাআল্লাহ ।

