একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা কর্মসূচির সমর্থনে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮:নভেম্বর) দুপুরে সুরমা ইউনিয়ন এর বেরী গাঁও স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ উসমান গণী-এর সভাপতিত্বে এবং যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আব্দুল্লাহ আল নোমান, মঈনুল হক প্রমুখ।
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সুরমা ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন সমাবেশ স্থলে। ‘আবিদ ভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবিদ বলেন,
”সুরমার উত্তর পাড়ের মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এবং দলের প্রতি যে সমর্থন জানিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন, দল থেকে ধানের শীষ প্রতীক পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। নির্বাচিত হলে সুরমা নদীর ধাঁরার গাঁও ব্রিজটি প্রথমেই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন এই মনোনয়ন প্রত্যাশী নেতা।

