ঝালকাঠি প্রতিনিধি
“নিজেকে পরিবর্তনের মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব” এই শ্লোগানকে ধারণ করে ঝালকাঠিতে আত্মপ্রকাশ করেছে নতুন প্রজন্মভিত্তিক সামাজিক সংগঠন “We Can Change” (WCC)। সমাজ ও রাজনীতির গুণগত পরিবর্তন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং তরুণদের ইতিবাচক দিকনির্দেশনার লক্ষ্যে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
উদ্বোধনের আগে সকালে জেলা প্রশাসক কার জেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য রেল বের করা হয়। সর্ব গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। রেলিতে নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ডা. খালিদ মাহমুদ। তিনি বলেন, “আমরা যদি নিজের ভেতরের ভালো মানুষটিকে জাগিয়ে তুলতে পারি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই।
সমাজ পরিবর্তনের সূচনা শুরু হবে নিজের ভেতর থেকেই।” তিনি আরও বলেন, “We Can Change তরুণদের নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে পরিচালিত “We Can Change” মূলত একদল অধ্যবসায়ী, প্রযুক্তিনির্ভর ও সচেতন নাগরিকের সম্মিলিত প্রয়াস, যারা মানবিক মূল্যবোধের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব, যেখানে স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের পরিবেশনায় গান, কবিতা, নাটিকা, চিত্রাঙ্গন প্রতিযোগীতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সৈয়দা মাহফুজা বৃষ্টি।
সাংস্কৃতিক পরিবেশনা শেষে “We Can Change”-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়, যেখানে সমাজ সচেতনতা, শিক্ষা সহায়তা, পরিবেশ সংরক্ষণ, নৈতিক মূল্যবোধ বিকাশ এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.