নোয়াখালী প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর ও পৌরসভা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী আমীর ও নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকারের নেতৃত্বে এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় নোয়াখালী পৌরসভা গেইট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। দলীয় ও জাতীয় পতাকা হাতে, এক রঙের গেঞ্জি পরিহিত নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—নোয়াখালী সদর উপজেলা আমীর হাফেজ মহিউদ্দিন, শহর আমীর মাওলানা মো. ইউসুফ, সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নাজমুল ইসলাম শামিম ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট রাকিব আব্দুল্লাহ প্রমুখ।
শোভাযাত্রা শেষে ইসহাক খন্দকার বলেন, “জনগণের ভালোবাসায় আমরা আশাবাদী। আগামী নির্বাচনে নোয়াখালীর মানুষ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.