স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)হাতপাখা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলামের মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮নভেম্বর) সকালে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা পৌরসভার মোল্যার মাঠ থেকে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে লোহাগড়া বাজার,
লক্ষীপাশা চৌরাস্তা,মল্লিপুর,দিঘলিয়া,নোয়াগ্রাম,সারোল বৌবাজার,তালবাড়িয়া,বয়রা,আমাদা,এড়েন্দা,ও মালিবাগ মোড়ে এসে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রা শেষে মালিবাগ মোড়ে এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন,আমাদের দল ইসলামী জোট করেছে। আমি আশাবাদী ইসলামি জোটের পক্ষ থেকে নড়াইল-২আসনে হাতপাখা মার্কায় আমি নমিনেশন পাবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন মানুষে মানুষে ভাই ভাই, কোন ভেদাভেদ নেই। তার পরেও আমরা বাঙালি আমাদের সংস্কৃতি একই। যার যার ধর্ম সে পালন করছে।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনায়) নড়াইল জেলা সভাপতি মাওলানা খাইরুজ্জামান,সেক্রেটারি ডাক্তার এস এম নাসির উদ্দিন,ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা সভাপতি মুফতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুফতি নিয়াজ মোরশেদ, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.