নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় সোহানুর রহমান সোহাগ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে জোলারপাড় রোডের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সোহানুর রহমান সোহাগ গাজীপুর মহানগরের ২৩নং ওয়ার্ডের ভাওরাইদ এলাকার বাসিন্দা গফুর মোক্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে সোহাগ রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান হঠাৎ এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি আটক করে ডাম্পিংয়ের জন্য থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ–উত্তর) রবিউল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অনুরোধে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মহাসড়কে বেপরোয়া যান চলাচল রোধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন করা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার পদক্ষেপ নেয়া হয়েছে।
নিহত সোহাগের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন অসহায় অবস্থায় পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.