Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে যুবক নিতাই রবিদাসকে হত্যার আসামীদের এক মাসেও পুলিশ গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকা্র আন্দোলন, রবিদাস ফোরাম ও নাগরিক উদ্যোগের আয়োজনে আজ শনিবার দুপূরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ সমাবেশ নওগাঁ শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়।

হত্যার শিকার নিতাই রবিদাস উপজেলার আড়ানগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি কার্যালয়ে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন।যদিও গত সেপ্টেম্বর মাস থেকে সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।

বক্তরা জানান, গত ৬ অক্টোবর বিকেলে একজন ব্যক্তি সেল ফোনে আড়ানগর গ্রামের বাড়ি থেকে নিতাই রবিদাসকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যা থেকে সেল ফোন বন্ধ পাওয়ায় থানায় সাধারণ ডায়রি করতে গেলেও পুলিশ তা গ্রহণ না করে তাদের থানা থেকে বের করে দেয় পুলিশ। পরদিন সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের ফতেপুর-চকগৌরী গ্রামীণ সড়কের পাশ থেকে নিতাই রবিদাসের মরদেহ পড়ে থাকায় সংবাদ দেয় পুলিশ উদ্ধার করে । এরপর নিতাই রবিদাসের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বক্তরা আরও অভিযোগ করে বলেন, নিতাই রবিদাসের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমের চিহ্ন ছিল। দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাতসহ নির্যাতন করে হত্যা করেছে। ঘটনায় মামলা দায়ের এক মাস এলেও পুলিশ বিভিন্ন তালবাহানা করে আসামীদের গ্রেপ্তার করছে না। ঘটনায়র পর আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিষয়টি  থানা পুলিশ জানতে পেরে আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে হত্যার শিকার নিতাইয়ের পরিবার ও পরিজনকে এই কর্মসূচী পালন করতে নিষেধ করে। সেই কর্মসূচী বন্ধ রাখলেও এক মাসেও পুলিশ কোন আসামিদের গ্রেপ্তার করেনি বা কোন তথ্যও জানায়নি।

হত্যার শিকার নিতাইয়ের কর্মসূচী চলাকালে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানো হয়। দ্রুত আসামিদের গ্রেপ্তার না দেওয়া হলেও পুলিশের বিরুদ্ধে আগামীতে আরও বড় পরিসরে ঢাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-নওগাঁ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নওগাঁ জেলা শাখার সদস্য রবিউল টুডু, হত্যাকাণ্ডের শিকার নিতাই রবিদাসের মা জামিনী রানী রবিদাস, কাকাতো ভাই বাবুলাল রবিদাস ও কাকাতো বোন অনিমা রানী রবিদাস, নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ। সঞ্চালনায় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর তাদের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, হত্যার শিকার নিতাই রবিদাসের কোন আসামি গ্রেপ্তার করতে পারিনি। তবে নিতাই রবিদাস কেন্দ্রিক একাধিক বিষয় নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।