Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মাছ ধরতে গিয়ে রং মিস্ত্রির মরদেহ উদ্ধার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে এক দিন পর মরদেহ হয়ে ফিরলেন ফেনীর সোনাগাজীর রং মিস্ত্রি আবদুর শুক্কুর (৫৫)। তিনি উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়ার বাসিন্দা। শনিবার দুপুরে ছোট ফেনী নদীর তীর বালুয়ার চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর শুক্কুর পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। রংয়ের কাজ না থাকলে জীবিকার তাগিদে তিনি নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন শনিবার দুপুরে নদীর তীরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

তার নিকটাত্মীয় ব্যবসায়ী জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, তিনি জাল মারার পর তা পানিতে আটকে গেলে খুলতে গিয়ে ডুবে মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

পারিবারিক সিদ্ধান্তে শনিবার সন্ধ্যায় মরদেহটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা ও এক স্ত্রী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।