Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে মাহেন্দ্রচালকের মরদেহ উদ্ধার

MEHADI HASAN
আগস্ট ২৬, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাম হোসেন মোল্লা (২৮) নামে এক মাহেন্দ্রচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কবিরাজ বাড়ি নামক স্থানে রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

নিহতের চাচা মোঃজালাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাফিজুর রহমান ফোনে আমাদের জানান যে একরাম গুরুতর আহত হয়ে মাহেন্দ্রের নিচে পড়ে আছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সকালে ওই বাজারের ব্যবসায়ী রাসেল শেখ একরামকে মাহেন্দ্রার (এক ধরনের তিন চাকার গাড়ি) নিচে রক্তাত্যাক্ত অবস্থায় দেখে আমাকে ফোন দেন। পরে আমি সেখানে গিয়ে তার ভাই ও চাচাসহ পরিবারের লোকজনকে খবর দেই।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে নবধারা কে বলেন, নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।