ফেনী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এডভোকেট এস. এম. কামাল উদ্দিন শনিবার (৮ নভেম্বর) সকালে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
সকাল সাড়ে আটটায় ফুলগাজীর সীমান্তবর্তী বন্ধুয়া এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় সাড়ে তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রাটি ফুলগাজী ও পরশুরামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১১টায় ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরে পথসভায় মিলিত হয়ে শেষ হয়।
শোভাযাত্রায় তিন উপজেলার হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে কর্মীরা জড়ো হতে থাকেন। পুরো পথে উৎসুক জনতার ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পথসভায় এডভোকেট কামাল উদ্দিনসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ ও এলাকার উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর ফেনী-১ আসনে এ ধরনের বড় রাজনৈতিক শোডাউন নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী এই আসনে আসন্ন নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।
এ বিষয়ে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট কামাল উদ্দিন বলেন,“সকাল সাড়ে আটটায় বন্ধুয়া থেকে সাড়ে তিন হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা শুরু করে ছাগলনাইয়ার পাঠাননগরে পথসভায় শেষ করেছি। তিন উপজেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখেছি। মানুষ এখন দাঁড়িপাল্লায় ভোট দিতে উদগ্রীব। ইনশাআল্লাহ, সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ফেনী-১ আসনে বিপুল ভোটে জয়লাভ করবে।”

