রাকিব চৌধুরী, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী জেলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় পটুয়াখালী জেলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো: শাহ আলমগীর, টুঙ্গিপাড়া কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আবু সাঈদ, পটুয়াখালী জেলা কলেজের শিক্ষক পরিষদের সচিব জাফর ইকবাল সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।