শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী মোল্লা মুজিবুর রহমান শামীমের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বড়বাড়িয়া শাহী ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসভায় পরিণত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ১নং বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মাওলানা মুফতি মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মনোনীত বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা মুজিবুর রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম কাজী, সাধারণ সম্পাদক মাও. শাহাদাৎ হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম চিতলমারী শাখার আহ্বায়ক মো. দাউদুল ইসলাম লিন্টু খান, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি ডা. নাজমুল হুদা, ইসলামী আন্দোলনের চিতলমারী উপজেলা শাখার সাবেক সভাপতি মাও. বোরহান উদ্দিন খান, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাও. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক খবির উদ্দিন খান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম এবং ইসলামী আন্দোলনের উপজেলা সদস্য মো. জাহাঙ্গীর মুন্সি।

