রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের জেলা প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনার দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে। খুলনার বর্তমান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্বে স্থানান্তর করা হয়েছে।
মো. তৌফিকুর রহমান ৩১ আগস্ট খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এই রদবদলের উদ্দেশ্য প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন জেলা প্রশাসক নিয়োগ স্থানীয় প্রশাসনের কার্যক্রমে সতর্কতা এবং গতিশীলতা বৃদ্ধি করবে।

