বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বাবা।
রোববার (৯ নভেম্বর) সকালে তারাটিয়া বাজারে ওই সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাহাজ সরকার পাড়া এলাকার ভুক্তভোগী হাসমত আলী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলী বলেন, প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে তিন মাস আগে আমি পাশ্ববর্তী এলাকায় নাছিমা আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করি।
আমি দ্বিতীয় বিবাহ করায় আমার প্রথম স্ত্রী আরিফা বেগম ও আমার বড় ছেলে আরিফুল ইসলাম, ছেলে আতিক আমার ওপর ক্ষুব্ধ হয়। দুই মাস আগে আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল, আতিক ও আমার ভাতিজা ফজলু মিয়া আমাকে মারধর ও রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়।
এঘটনায় আমি মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যান। আমার ছেলে জামিনে বের হয়ে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। আমার বাড়ি, ঘর দোকান ও সম্পদ দখল করে নিয়েছেন। তারা আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। আমি দুই মাস ধরে আমার ফুফুর বাড়িতে অবস্থান করছি এবং মানবেতর জীবনযাপন করছি।
আমি বাড়িতে যেতে চাইলে আমার ছেলে আরিফ, আতিক ও ভাতিজা ফজলু আমাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছেন। আমি বর্তমানে ভয়ে ও আতঙ্কে দিনানীপাত করছি।
তাই প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা কামনা করছি। পাশাপাশি আমার ছেলে ও ভাতিজার বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.