Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ছাত্রলীগ নেতাকে হ্যান্ডকাপ পরিয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিল পুলিশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ছাত্রলীগ নেতা সাহিদকে হ্যান্ডকাপ পড়িয়ে আটকের পর তোপের মুখে ছেড়ে দিয়েছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার বিলমাড়িয়া স্টেডিয়াম মাঠে ফুটবল টুনার্মেন্টের খেলা চলাকালীন এঘটনা ঘটে। তিনি উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও মুক্তির ডাক নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফুটবল খেলা চলাকালীন সাদা পোশাকে লালপুর থানা পুলিশের কয়েকজন সদস্য সাহিদ কে হ্যান্ডকাপ পরিয়ে আটক করে নিয়ে যেতে চাইলে দর্শক ও স্থানীয়দের জনরোষ পড়ে পুলিশের সদস্যরা। একপর্যায়ে জনতার তোপের মুখে হ্যান্ডকাপ পড়া অবস্থায়ই সাহিদকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল।

ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।