খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
খোকসা উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কুমারখালি মনোহরপুর ফুটবল একাদশ দাপুটে খেলায় ২-০ গোলে চুয়াডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এই খেলা। খেলার শুরু থেকেই কুমারখালি দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো গোল পায়নি। চুয়াডাঙ্গা দলের দৃঢ় রক্ষণভাগের কারণে বিরতিতে গোলশূন্য অবস্থায় যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই কুমারখালি দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। নিরবচ্ছিন্ন চাপে শেষ পর্যন্ত প্রথম গোল পায় কুমারখালি মনোহরপুর একাদশ। গোল হজমের পর চুয়াডাঙ্গা দল পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও ব্যর্থ হয় কুমারখালির শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে। খেলার শেষ দিকে চুয়াডাঙ্গার গোলরক্ষক ইনজুরিতে মাঠ ছাড়লে বিকল্প গোলরক্ষক নেমে দায়িত্ব নেন, তবে কিছুক্ষণ পরেই কুমারখালি দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে।
খেলার শেষ বাঁশি পর্যন্ত গোল পরিশোধে ব্যর্থ থাকায় ২-০ ব্যবধানে জয় পায় কুমারখালি মনোহরপুর ফুটবল একাদশ এবং ফাইনালে ওঠে তারা।
আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদিপ্ত রায় দীপন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম। খেলা শেষে অতিথিরা সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।
পুরো টুর্নামেন্টের আয়োজন করেছে খোকসা যুব সংঘ ও পাঠাগার।
আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে কুষ্টিয়া ফুটবল একাদশের মুখোমুখি হবে কুমারখালি মনোহরপুর ফুটবল একাদশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.