Nabadhara
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সংগীত ও শারীরিক শিক্ষকের পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের পদকজয়ী খেলোয়াড় ও কোচরা অংশ নেন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জুডো খেলোয়াড় ও রুপা পদকজয়ী সুমাইয়া শিকদার ইলা, জাতীয় মহিলা ফুটবলার ইয়াসমিন আক্তার, আন্তর্জাতিক ফুটবলার ও কোচ ইলিয়াস হোসেন, আন্তর্জাতিক কোচ ইসমাইল হোসেন, আতিকুল ইসলাম, আশিকুল ইসলাম, রোজা রূপা, এন্ড্রা টনিক, ফারহান আহমেদ ও ফাহাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সংগীত ও খেলাধুলা শিশুদের মানসিক, শারীরিক ও সাংস্কৃতিক বিকাশের অপরিহার্য অংশ। প্রাথমিক শিক্ষায় এসব বিষয় বাদ দিলে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হবে। তারা বলেন, “সংগীত ও শারীরিক শিক্ষা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শিক্ষার অন্যতম ভিত্তি।”

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে যবিপ্রবি ছাত্রছাত্রী প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

বক্তারা সংগীত ও শারীরিক শিক্ষকের পদ পুনর্বহাল, এবং প্রাথমিক শিক্ষায় খেলাধুলা ও সংস্কৃতিচর্চাকে বাধ্যতামূলক করার দাবি জানান। তারা বলেন, “খেলাধুলা ও সংস্কৃতি দীর্ঘজীবী হোক—জেগে উঠুক সৃজনশীল বাংলাদেশ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।