মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রবিবার দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। ছদ্মবেশে রোগি হয়ে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে টিমটি বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে।
অভিযানকালে প্রমাণ পাওয়া গেছে, সরকার নির্ধারিত ভাড়ার বিপরীতে অ্যাম্বুলেন্স থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভর্তি রোগিদের মধ্যে নিম্নমানের খাবার সরবরাহ, ফার্মেসীতে পর্যাপ্ত ওষুধ থাকা সত্ত্বেও রোগিদের বাহির থেকে ওষুধ কেনা বাধ্য করানো, জরুরি বিভাগে মেডিকেল অফিসারের পরিবর্তে আউটসোর্সিং কর্মী দিয়ে চিকিৎসা দেওয়া, এবং ল্যাব পরীক্ষার জন্য অতিরিক্ত মূল্য আদায়সহ রোগি ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠানোর মতো অনিয়ম হয়েছে।
অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নয়ন হোসেন নামে একজন দালালকে আটক করা হয়। তবে বিকেলে তিনি স্বাস্থ্য কর্মকর্তার কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দুদকের যশোরের ডেপুটি ডাইরেক্টর (ডিএডি) চিরঞ্জীব নিয়োগীর নেতৃত্বে তিন সদস্যের টিম অভিযানে অংশ নেন। টিম লিডার চিরঞ্জীব নিয়োগী জানান, অভিযানে প্রমাণসহ প্রতিবেদন প্রস্তুত করে তা প্রধান কার্যালয়ে পাঠানো হবে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।
অভিযানে অংশ নেওয়া অপর দুই সদস্য হলেন ডিএডি তাওহিদুল ইসলাম ও এএসআই রমেছা খাতুন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.