যশোর প্রতিনিধি
নির্বাচন কমিশনের নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে শহরের টাউন হল মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা ঘুরে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।
চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক রূপান্তরের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই আন্দোলনে ছাত্র-জনতা জীবন বাজি না রাখলে গুম, খুন, লুটপাট, দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটতো না। তারা আরও বলেন, অতীতে অনেক বড় রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলন হাসিনার শাসন উৎখাতে ব্যর্থ হয়েছে। অথচ জুলাই আন্দোলনের ফসল আজকের এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, অথচ সেই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখন জটিলতা তৈরি করা হচ্ছে।
বক্তারা সতর্ক করে বলেন, জুলাই সনদে সুপারিশকৃত রাষ্ট্রীয় সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। হাসিনার রেখে যাওয়া রাষ্ট্র কাঠামো বহাল থাকলে নতুন ফ্যাসিস্টের জন্ম হবে। তাই আগামী সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক মনিরুজ্জামান আজাদ ও সদস্য সালমান হাসান রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আসমা ইসলাম, সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, মিজানুর রহমান, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইবনে সাদ, রূপম আহসান অর্নব, সায়মা সিদ্দিকা, তাহসিন তাইওয়ান, মুখ্য সংগঠক সোহানুর রহমান, সংগঠক আল শিহাদ প্রিয়সহ জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

