Nabadhara
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা

Bayzid Saad
আগস্ট ২৮, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপালঃ

বাগেরহাটের রামপালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের অংশ হিসাবে স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও প্রার্থনা করা হয়েছে।

ইউনিয়ন ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান পূর্ণেন্দু বোসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাস, বিশ্বজিৎ রায়, মিশর ডাকুয়া, স্বাগতা বাছাড়, সনৎ মল্লিক, বাসুদেব মল্লিক, মলয় মন্ডল, সুদাস মন্ডল, মতিয়ার রহমান, মোল্লা মনিরুজ্জামান, মৃনাল মন্ডল, কিশোর ঘরামী, সুকীর্তি মন্ডল গায়েত্রী বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।