ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সিফাত বিন রহমানের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় সরাইল উপজেলা প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন।
কিন্তু প্রেসক্লাবের সদস্যরা বরাদ্দকৃত টাকার বিষয়ে পিআইও কার্যালয়ে গেলে তারা জানতে পারেন, প্রকল্পের নাম পরিবর্তন করে উক্ত অর্থ ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন বলেন, “ডিসি মহোদয় প্রেসক্লাবের উন্নয়নের জন্য ১ লক্ষ ১৫ হাজার টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছেন। অথচ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের না জানিয়ে প্রকল্পের নাম পরিবর্তন করে টাকা আত্মসাৎ করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান বলেন, “উপজেলা প্রেসক্লাবের নামে বরাদ্দ অনেক আগেই এসেছিল। পরে প্রকল্পের নাম পরিবর্তন করে তা বাস্তবায়ন করা হয়েছে।”
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সরকার জানান, “আমি নতুন এসেছি, এ বিষয়ে জানি না। আপনার মাধ্যমে বিষয়টি প্রথম শুনলাম।”
স্থানীয় সাংবাদিক মহলে এ ঘটনায় ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

