আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সরকারী আগৈলঝাড়া ডিগ্রী কলেজে ছাত্রদলের আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ছাত্রদলের দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল কমীসহ ৫জন আহত হয়েছে।
গুরুতর আহত সৈকত ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সরকারী আগৈলঝাড়া ডিগ্রী কলেজে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো.সৌরভ পাইকের সাথে বিরোধ চলে আসছে ছাত্রদল সদস্য দ্বাদশ শ্রেনীর ছাত্র মো.সৈকত ইসলামের।
এঘটনার জের ধরে কলেজ চত্তরে একাধিকবার মারামারি ঘটনা ঘটেছে। এরই জের ধরে বুধবার দুপুরে কলেজ চলাকালীন সময় কলেজ চত্তরে দ্বাদশ শ্রেনীর ছাত্র সৈকত ইসলাম সহপাঠীদের নিয়ে আড্ডা দিচ্ছিছিলেন। এসময় পূর্বের জেরধরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভ পাইক ও সৈকত ইসলামের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এসময় সৌরভ পাইক সৈকত ইসলামের উপর হামলা করে গুরুতর আহত করে। হামলায় বাধা দিতে গেলে সৌরভ পাইকের নেতৃত্বে কলেজ ছাত্রদল সদস্য দ্বাদশ শ্রেনীর ছাত্র তামিম মোল্লা, আরাফত মোল্লা,স্বাধীন মোল্লাসহ ৫ জনের উপর হামলা করে আহত করে। এসময় এক গ্রুপকে অপর গ্রুপকে ধাওয়া করে উপজেলা সদর রোডে নিয়ে আসে। গুরুতর আহত সৈকত ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভ পাইকের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম লিখিত পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, মারামারি ঘটনার তদন্ত চলছে। বাদী মামলা করলে মামলা রুজু করা হবে।

