Nabadhara
ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শুকুর সরদার গ্রেফতার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে চাঁদাবাজি মামলায় উপজেলা আওয়ামী লীগের একজন সাবেক নেতাকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আব্দুস শুকুর সরদার (৬০), তিনি একসময় আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক (হাটকালুপাড়া ইউনিয়ন আ.লীগ) ও সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে পল্লী চিকিৎসক মোঃ জিন্নাহ-এর দোকানে ঔষধ কিনতে গেলে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। মো. আব্দুস শুকুর সরদার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের মৃত এচাহাক সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে তিনি স্ট্রোক করায় বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও নাশকতা মামলায় তাকে বান্দাইখাড়া বাজার থেকে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।

​মোঃ আব্দুস শুকুর সরদারের গ্রেফতারের পর তার স্ত্রী নাজমা বেগম গভীরভাবে উদ্বেগ প্রকাশ বলেন, আমার স্বামী অতীতে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে নিষ্ক্রিয় আছেন এবং আওয়ামী লীগের কোনো কমিটিতেই তার নাম নেই।

​স্ত্রী নাজমা আরও বলেন, আমার স্বামীকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। তার মতো একজন অসুস্থ, সাবেক জনপ্রতিনিধিকে এমন অভিযোগে গ্রেফতার করা আমাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ও আশ্চর্যজনক।

তাকে রাজনৈতিক বা ব্যক্তিগত আক্রোশ থেকে ফাঁসানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমি প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়টি নিরপেক্ষভাবে খতিয়ে দেখার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ​আব্দুস শুকুর সরদারের এই আকস্মিক গ্রেফতারে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।