পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ইফরাত জাহান সিমি ৪৯ তম বিসিএস- এ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ তম মেধাক্রম অর্জন করেছেন নরসিংদীর পলাশ উপজেলার কৃতি সন্তান ইফরাত জাহান সিমি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৯ তম বিসিএস-এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ইফরাত জাহান সিমি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মোসলেহ উদ্দিন ও নার্গিস সালেহ দম্পতির ছোট মেয়ে।
জানা যায়, ইফরাত জাহান সিমি শৈশব থেকেই ছিলেন পরিশ্রমী, মেধাবী ও আত্মপ্রত্যয়ী। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি'তে গোল্ডেন জিপিএ ফাইভ এবং এইচএসসিতে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে অধ্যয়নরত ছিলেন তিনি।
ইফরাত জাহান সিমি বলেন, বিসিএস আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার বাবা-মার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার ফসল। আল্লাহর অশেষ রহমত ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.