Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ১২ ঘন্টায় আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার হয়েছে

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে গত ১২ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহম্মেদ পলিন (২৪), সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি মো: হারুন অর রশিদ (৪৯), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম (৪২), মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রঞ্জু মিয়া সুজন (৩০), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান (৩৫), বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া (৩৫), সাধুরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো: দুদু মিয়া (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।