জামালপুর প্রতিনিধি
খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষে জামালপুরে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘হুমায়ূন আড্ডা’। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের গ্রন্থকাননের উন্মুক্ত মাঠে কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘রিডার্স ক্লাব’ এ আড্ডার আয়োজন করে।
রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল আলম লুইপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, রিডার্স ক্লাবের উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাকের আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক শওকত আলম মীর বলেন,“হুমায়ূন আহমেদের জাদুকরী লেখায় শিক্ষার্থীরা বইয়ের প্রতি আগ্রহী হয়ে ওঠে। রিডার্স ক্লাবের এই আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস বাড়াতে প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।”
পরে অতিথিরা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হুমায়ূন আহমেদের বই উপহার দেওয়া হয়।
‘হুমায়ূন আড্ডা’তে শিক্ষার্থীরা লেখকের জনপ্রিয় গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন।
বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন,“হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রগুলো আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। তার লেখা পড়লে মনে হয় চরিত্রগুলো যেন আমাদের চারপাশেই আছে।”
উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন,“তার লেখা পড়লে মনে হয় উপন্যাসটা খুব দ্রুত শেষ হয়ে গেলো! প্রতিটি গল্পের শেষাংশ মনে দাগ কেটে যায়।”
রিডার্স ক্লাবের মূখ্য সমন্বয়ক রবিউল আলম লুইপা জানান,“রিডার্স ক্লাব সদস্যদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাহিত্যচর্চা উৎসাহিত করতে নিয়মিত নানা আয়োজন করে থাকে। বাংলা সাহিত্যে নতুন পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের অবদান অনস্বীকার্য। তাই তার জন্মদিনে ‘হুমায়ূন আড্ডা’ আয়োজন করা হয়েছে।”
হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রকে স্মরণ করতে শিক্ষার্থীরা হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রঙিন এই আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.