শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সাইবার নিরাপত্তা ও সাইবার বুলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণটি প্রদান করেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার শেখ মোহাম্মদ ফয়সাল। প্রশিক্ষণে সাইবার অপরাধ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.