আনিস সুমন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে এক ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এই যুব ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, এবং সহায়তা প্রদান করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের জীবিকা, নিরাপদ আবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।
আয়োজকরা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ এই মানুষদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধর্মঘটের মাধ্যমে উপকূলের তরুণরা জলবায়ু ন্যায়বিচারের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়।
যুব ধর্মঘটে এসএসটির সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স,ম ওসমান গনী, এসএসটির সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং “Climate Justice Now”, “Save the Coast, Save the People” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উপকূলীয় জনগণের ন্যায্য দাবির পক্ষে সংহতি প্রকাশ করেন।
ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন এসএসটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য পল্লবী মন্ডল, মিনাজুল ইসলাম রিয়াজ, বৈশাখী মন্ডল, রুপা মন্ডল, বিথীকা মন্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.