তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা উপজেলা জামায়াতের আয়োজনে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় বক্তারা বলেন, তথাকথিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশজুড়ে অবৈধ ও উসকানিমূলক কর্মসূচি ঘোষণা করে জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রশাসনিক বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি ইদ্রিস আলী এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আওয়ামী লীগের কর্মসূচির বিরোধিতা করে সারাদিন ধরে শোডাউন ও লিফলেট বিতরণ করেন।

