ঝালকাঠি প্রতিনিধি
"কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন" প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শুক্রবার (১৪ নভেম্বর )ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস।
ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় র্যালি ও ১০টায় ডায়াবেটিক হাসপাতাল হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝালকাঠি ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মেহেদী হাসান সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঝালকাঠি ডায়াবেটিক সমিতির ডাক্তার অমিতাভ কুমার।
সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিক সমিতির অন্যতম সদস্য মোঃ আনোয়ার হোসেন আনু, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডায়াবেটিক সমিতির সদস্য মোঃ হেমায়েত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। কিন্তু একে নিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.