Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে রাতের ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালী প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ও মুছাপুর ইউনিয়নের লোকজনের মধ্যে রাতের ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঞ্চারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ হয়।

স্থানীয় বাঞ্চারাম স্পোর্টস সোসাইটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মরণে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছিল। টুর্নামেন্টে অংশ নেয় মুছাপুর ইউনিয়নের মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ। খেলার শুরুতেই ওই দলের সমর্থকরা ম্যাচ পরিচালনাকারী রেফারি রাশেদকে ‘বিতর্কিত’ দাবি করে বদলির দাবি জানান।

খেলার এক পর্যায়ে একটি থ্রো-ইন ফাউলকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দর্শক সারি থেকে মদিনা বাজার উদীয়মান সংঘের একজন সমর্থক মাঠে নেমে প্রতিবাদ করলে রেফারি রাশেদ তাকে চড় মারেন। মুহূর্তেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মুছাপুর ইউনিয়নের আহতরা হলেন— আরাফাত (২৫), আশ্রাফ (১৮), সিয়াম (২১), ইমন (২০), সাকিব (২০), মুন্না (১৮), রাহাত (১৮), আরমান (২৩), সোহাগ (৩০) ও নুরউদ্দিন (৩৩)।

রামপুর ইউনিয়নের আহতরা হলেন— জিহাদ (২৬), নভেল (২১), শাওন (২২) ও রাশেদ (২৭) সহ আরও কয়েকজন।

আহতদের মধ্যে গুরুতর আহত ২ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর দুই ইউনিয়নের মানুষজন পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।