সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গভীর রাতে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত গৃহকর্তা দুলাল হোসেন (৫০) কে কুপিয়ে জখম করে বাড়ি থেকে একটি মূল্যবান গাভী লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৪টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের বৃপাচান গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত ফরজ আলীর ছেলে দুলাল হোসেনের বাড়িতে হঠাৎ সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে সেখানে থাকা শাহিয়াল জাতের একটি গাভী লুট করে নিয়ে যায়। গাভীটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।
এ সময় গৃহকর্তা দুলাল হোসেন বিষয়টি টের পেয়ে ডাকাত–ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে গরুটি তুলে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুলালের ভাতিজা রিপন জানান, “মাথা ও কানে ৩৩টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে।”
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “এখনও কেউ অভিযোগ করেনি। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.