আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিলো কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিকস এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব মো. দ্বীন আলী, জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার, এডভোকেট আব্দুল বারী, অধ্যাপক আখতারুজ্জামান, মোঃ গোলাম আজম, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. খালিদ সাইফুল্লাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও মেডিসিন ট্রেনিং ডা. সাকিব প্রমুখ।
সাতক্ষীরা সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে পদযাত্রাটি শেষ হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিক বিশেষজ্ঞ ও মেডিকেল চিকিৎসক ডাঃ দেবদাস পাল। চিকিৎসা প্রদানের সময় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.