সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ৩৮টি মাদক মামলার এজাহারভুক্ত ও একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. দুলাল (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে মঙ্গলকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার দুলাল মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের ইয়াকুব দরবেশ বাড়ির মৃত মোখলেছুর রহমান ওরফে মুগবুল আহাম্মদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় “মাদক সম্রাট” হিসেবে পরিচিত।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুলালকে আটক করে। তার বিরুদ্ধে মোট ৩৮টি মাদক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.