Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-৫ আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে জমে উঠেছে নির্বাচনী আলোচনায়। গ্রামের মোড়ে মোড়ে, স্কুলের গেট থেকে বাজারপথ—সবখানেই চলছে প্রার্থীদের গণসংযোগ। সাধারণ ভোটারদের আস্থা অর্জনে উন্নয়ন প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা।

আসনটি দীর্ঘদিন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ২০০৮ ও ২০১৮—দুটি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে দলটি। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চার বারের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে দলীয় প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি প্রতিদিনই শেরপুর–ধুনটের গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন,“এ এলাকার মানুষ শুধু উন্নয়ন নয়—সাহসী, নীতি-নিষ্ঠ নেতৃত্ব চায়। তাদের অধিকার রক্ষার দায়িত্ব আমি পালন করবো।”

এই আসনে কখনো জয়ের দেখা না পাওয়া জামায়াতে ইসলামী এবার একক প্রার্থী দিয়ে মাঠে নেমেছে। উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিবুর রহমান প্রতিদিন সকালে গণসংযোগ করছেন—কখনও গ্রামের প্রধান পথ, কখনও বাজার ও মসজিদে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন।

তিনি বলেন,“জামায়াত মানুষের জন্য রাজনীতি করে। ব্যক্তিস্বার্থ নয়, মানুষের রায়ই আমাদের শক্তি।”

অন্যান্য প্রার্থীদের পরিকল্পনাও নজরকাড়া

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু ভোটারদের আকৃষ্ট করতে তুলে ধরছেন কল্যাণমূলক পরিকল্পনা—শিশু ও বৃদ্ধদের সহায়তা, গ্রামীণ শিক্ষার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা বিস্তারের প্রতিশ্রুতি।

আসনের ভোটার সংখ্যা

বগুড়া-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৬৮ জন।

পুরুষ: ২ লাখ ৬৫ হাজার ১৭৬

নারী: ২ লাখ ৭৪ হাজার ৮৮৯

তৃতীয় লিঙ্গ: ৩ জন

এ আসনের বড় চ্যালেঞ্জগুলো—

শিক্ষকদের অভাবে মানসম্মত শিক্ষা পিছিয়ে

উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকট

ওষুধ ও জরুরি সেবা ঘাটতি

রাস্তাঘাটের দুরবস্থা ও সেতু সংকট

বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সমস্যায় মানুষের ভোগান্তি

স্থানীয়রা বলছেন, এখন আর শুধু প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ চান তারা।

বৃদ্ধ ভোটার শ্যামল সরকার বলেন,“অনেকেই কথা দিয়ে গেছে, কাজ করেনি। এবার এমন কাউকে চাই, যে সত্যিই আমাদের উন্নয়ন করবে।”

তরুণ ভোটার শাকিল মাহমুদ বলেন,“সাহসী ও সৎ নেতৃত্বই আমাদের অগ্রাধিকার।”

নারী ভোটার আমিরুন বেওয়া বলেন,“শুধু কথা নয়, কাজে দেখাবে—এমন প্রার্থীকে ভোট দেবো।”

নির্বাচন সামনে রেখে বগুড়া-৫ আসনে যত দিন যাচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ। বিএনপি পুরোনো আসন ফিরে পেতে মরিয়া, জামায়াত চাইছে প্রথম জয়ের স্বাদ, আর অন্যান্য দলও লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। কে জিতবে তা সময়ই বলবে—তবে এবার ভোটাররা যে বাস্তব কাজ দেখতে চান, তা স্পষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।