Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ডিওয়াইডিএফ-এর উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক শতাধিক তরুণদের নিয়ে জলবায়ু সবুজ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্বের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠিতে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ব্রাজিলের অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদেরকে ন্যায্যতা, জবাবদিহিতা ও বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোরও দাবি জানান তারা।

ঝালকাঠি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ উজ্জ্বল রহমান বলেন, “জলবায়ু আলোচনা আর ব্যর্থতার জায়গায় থাকতে পারে না। কাগুজে প্রতিশ্রুতির সময় শেষ— এখন বাস্তবায়নে যেতে হবে। ন্যায্য রূপান্তরের মাধ্যমে সবুজ কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। তরুণরাই টেকসই সমাধানের নেতৃত্ব দিতে পারে। “জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিন স্পষ্ট হচ্ছে— টেকসই ভবিষ্যতের চাবিকাঠি তরুণদের কাছেই।

ঝালকাঠি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল সদস্যদের হাতে ছিলো বিভিন্ন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।