ঝালকাঠি প্রতিনিধি
বিশ্বব্যাপী আয়োজিত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক শতাধিক তরুণদের নিয়ে জলবায়ু সবুজ, ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্বের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ঝালকাঠিতে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ব্রাজিলের অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদেরকে ন্যায্যতা, জবাবদিহিতা ও বাস্তব পদক্ষেপ নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোরও দাবি জানান তারা।
ঝালকাঠি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি মোঃ উজ্জ্বল রহমান বলেন, “জলবায়ু আলোচনা আর ব্যর্থতার জায়গায় থাকতে পারে না। কাগুজে প্রতিশ্রুতির সময় শেষ— এখন বাস্তবায়নে যেতে হবে। ন্যায্য রূপান্তরের মাধ্যমে সবুজ কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে হবে। তরুণরাই টেকসই সমাধানের নেতৃত্ব দিতে পারে। “জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিন স্পষ্ট হচ্ছে— টেকসই ভবিষ্যতের চাবিকাঠি তরুণদের কাছেই।
ঝালকাঠি ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল সদস্যদের হাতে ছিলো বিভিন্ন লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.