Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী ‘১ম পুনর্মিলনী ২০২৫’ উদ্বোধন ও বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে তিনি পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের প্রশিক্ষণ, দক্ষতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বলেন, “ভাল মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য আরও দক্ষ ও দায়িত্বশীল ক্যাডেট তৈরি করা। দেশের ৫০ ভাগ জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তাই নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়ন অত্যন্ত জরুরি।” তিনি নতুন ক্যাডেটদের উদ্দেশে বলেন, “পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।”

পুনর্মিলনী অনুষ্ঠানে জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা বলেন, শিক্ষা তখনই সফল হবে যখন তা সমাজের দুর্বল ও গরিব মানুষের উপকারে আসবে। তিনি সকল প্রাক্তন ক্যাডেটকে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আরিফুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ক্যাডেট ও সাংবাদিকরা।

তিন দিনব্যাপী এই পুনর্মিলনীতে প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, মিলনমেলা ও নানা আড্ডায় প্রাক্তন ক্যাডেটদের মিলনমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।