আনিস সুমন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য জলবায়ু ধর্মঘট।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে নতুন করে জেগে ওঠা চরে আয়োজিত এই স্ট্রাইকে অংশ নেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচীতে সভাপতিত্ব করেন উৎসর্গ'র সভাপতি গাজী আব্দুর রউফ।
“ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০ — স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস," "জাস্ট ট্রানজিশন নাও"..!” স্লোগানে অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মীরা মানববন্ধন ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শরুব এর নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈম এর সঞ্চালনায় আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, বারসিক এর ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী, এসএসটি'র সভাপতি সাইদুল ইসলাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর ফারজানা খাতুন, স্যোশাল এ্যাকশন ফর ইয়ুথ এ্যালায়েন্স এর সভাপতি সালাউদ্দিন, ইয়ুথ ফর সুন্দরবন এর সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, বনজীবি ইয়ুথ টিমের সভাপতি শামীম হোসেন, স্বপ্ন-চূড়া যুব ফাউন্ডেশন এর সভাপতি জাহিদ আনোয়ার সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। বক্তারা চলমান COP সম্মেলনে যোগ দেওয়া ধনী দেশগুলোকে জলবায়ু তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া চলবে না— যারা দূষণ ঘটিয়েছে, তাদেরকেই এর দায় নিতে হবে।”
আলোচনায় আরও বলা হয়, ক্ষতিপূরণমূলক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বক্তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ন্যায্যতা, সমতা ও দায়বদ্ধতার নীতিতে চলেন, কারণ জলবায়ু সংকট এখন জীবিকা, অস্তিত্ব ও মানবাধিকারের প্রশ্নে পরিণত হয়েছে।
স্ট্রাইক শেষে উৎসর্গ, শ্যামনগর ব্লাড ব্যাংক, শরুব ইয়ুথ টিম, স্যোশাল এ্যাকশন ফর ইয়ুথ এ্যালায়েন্স, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি), কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সাইদার, ইয়ুথ ফর সুন্দরবন, বনজীবি ইয়ুথ টিম, শান্তি সংঘ, মানিকখালী স্বপ্ন-চূড়া যুব ফাউন্ডেশন, নিরাপদ উপকূল চাই (নিউচা) এর অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও জলবায়ু যোদ্ধারা সমবেত কণ্ঠে ঘোষণা দেন: “ফিন্যান্স জাস্টিস ফর অল, ফুলফিল.. লস এন্ড ড্যামেজ।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.