ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলার পিতম্বরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়।
দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের সকল প্রতিকূলতা উপেক্ষা করে দলের আদর্শের প্রতি অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং যেকোনো পরিস্থিতিতে মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন।
উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপির সভাপতি প্রভাষক মনজুরুল হক, যিনি সম্মেলনের সভাপতিত্ব করেন, এবং সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এলডিপির ভূমিকা তুলে ধরেন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান হোসেন, সহ দপ্তর সম্পাদক উমর ফারুক সুমন সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.