মনিরামপুর (যশোর) প্রতিনিধি
শুক্রবার বিকেলে মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারে মতুয়া সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ উলুধ্বনি ও ঢাকের তালে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান মিন্টুকে বরণ করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে নেতাকর্মীদের সঙ্গে যান। হাজিরহাট বাজারে পৌঁছে তিনি মতুয়া সম্প্রদায়ের সমর্থনে ঢাক বাজিয়ে, নেচে-গেয়ে ধানের শীষের প্রচারণা মিছিলে অংশ নেন এবং হাজিরহাট থেকে সুন্দলী বাজার পর্যন্ত সমর্থকদের সঙ্গে মিছিল করেন।
পথসভায় আঞ্চলিক সভানেত্রী অঞ্জনা রায় সভাপতিত্ব করেন। সভায় মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীরা প্রতিশ্রুতি দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসাদুজ্জামান মিন্টুকে দলীয় প্রার্থী করা হলে তারা সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন জানাবেন।
সভায় উপস্থিত ছিলেন মতুয়া সম্প্রদায় আঞ্চলিক কমিটির সভাপতি মলিণ রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদল নেতা মোতাহারুল ইসলাম রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী, ছাত্রদলের মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.