হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাইতে প্রতিরোধ করাই সহজ" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে এ সকল কর্মসুচী আয়োজন করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সকাল ১০টায় ডায়াবেটিস সমিতির কার্যালয় নজিপুর বাজার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আবু ওবায়দার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্লীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলিউল হক, প্রফেসর আব্দুল খালেক, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ইন্সট্রাক্টর বিমল কুমার বর্মন, দি হাঙ্গার প্রজেক্ট'র এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমুখ।
এ সময়ে আগত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি ডাঃ আবু ওবায়দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালেদ সাইফুল্লাহ। তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবনধারাকে সঠিকভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন "ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে। আমাদের প্রত্যেককে সচেতনভাবে জীবনধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষের সচেতনতার মধ্যদিয়ে দুরারোগ্য এই ব্যধি থেকে আমরা পত্নীতলাবাসীকে পরিত্রাণ করাতে পারি।
ডায়াবেটিস দিবসের মতো বিভিন্ন সভা, সেমিনারে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস সমিতিকে আরো গতিশীল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.