যশোর প্রতিনিধি
যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছে। শুক্রবার বিকেলে শান্তির প্রতীক পায়রা উড়ানো, বেলুন ও ফেস্টুন উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। উদ্বোধনী আনুষ্ঠানের আগে আকর্ষণীয় ডিসপ্লে পরিবেশিত হয়।
উদ্বোধনী খেলায় ফতেপুর ইউনিয়ন ২-০ গোলে উপশহর ইউনিয়নকে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ম্যাচের শুরুতেই ফতেপুরের জাহিদ গোলের সহজ সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ে। উপশহরের বিদেশি খেলোয়াড় হাসান বিয়ার ও এমেকা সিদ্দিক একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি।
অপরদিকে দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ফতেপুরের আকবরের নেওয়া এরিয়াল শটে রাব্বি দুর্দান্ত হেড দিয়ে দলকে এগিয়ে নেন। এরপর ৬৭তম মিনিটে রাব্বি আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ–প্রতিআক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। জোড়া গোল করা রাব্বি 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন। প্রধান অতিথি তাবিথ আউয়াল তার হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে অংশগ্রহণকারী দলের কোচ ও ম্যানেজারদের প্রাইজমানি প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তাবিথ আউয়াল বলেন,“খেলাধুলা শুধু হার-জিত নয়, রাষ্ট্র মেরামতেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজে সমতা, বন্ধুত্ব ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলে খেলা। হিংসার নয়, প্রতিযোগিতার মনোভাবই আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়ার শিক্ষা—খেলার মাধ্যমে ভালো মানুষ তৈরি করা—আমাদের পথ দেখায়। আগামী দিনে সবকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে খেলাকে মাঠে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। যশোরের মাঠ থেকে অতীতে যেভাবে দেশের তারকা ফুটবলার তৈরি হয়েছে, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আশা করি।”
তিনি যশোরের ফুটবল উন্নয়নে বাফুফের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলা প্রোমোট করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম মিন্টু, সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু, শফিউল ইসলাম ও তপন মিত্রকে সম্মাননা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক এ বি আখতারুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.