যশোর প্রতিনিধি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৫২ নেতা বিএনপির হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। গত ১০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর এ আবেদন পাঠানো হয়।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে—ঘোষিত প্রার্থী সাবিরা সুলতানার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের কোনও সাংগঠনিক যোগাযোগ নেই, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময় তিনি পাশে ছিলেন না এবং জনগণ তাকে ভোটে সমর্থন দেবে—এমন নিশ্চয়তাও নেই। এ কারণে আসনটিতে ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। চৌগাছা উপজেলা বিএনপির ২৭ জন নেতা এই আবেদনে স্বাক্ষর করেছেন।
একইভাবে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ইমরান সামাদ নিপুনের পক্ষ থেকেও আরেকটি আবেদন করা হয়েছে। তার স্বাক্ষরিত আবেদনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতার স্বাক্ষর রয়েছে। নিপুন বলেন, “জামায়াতের শক্তিশালী প্রার্থীর বিপক্ষে ঘোষিত প্রার্থীকে জয়ী করা কঠিন। জনপ্রিয়তা ও তৃণমূলের গ্রহণযোগ্যতা বিবেচনায় প্রার্থী পুনর্বিবেচনা জরুরি।”
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন,“আমাদের পছন্দের প্রার্থী নেই। তবে এমন কাউকে মনোনয়ন দেওয়া উচিত যিনি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং মাঠে সক্রিয়। তিনি যেই হোন, আমরা তার পক্ষেই কাজ করবো।”
গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন। সে তালিকায় যশোর-২ আসনে প্রার্থী করা হয় সাবিরা সুলতানাকে—তিনি প্রয়াত জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক নাজমুল ইসলামের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ২০১৪ সালে তিনি ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.