নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বিশুদ্ধ পানির ওয়াটার কুলার উদ্বোধন করা হয়েছে। এসময় প্রবাস ফেরত পুঙ্গুদের মাঝে হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। কার্যক্রমটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরী এবং সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামাল উদ্দিন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্যা, পৌর জামায়াতের আমির মাওলানা মো. ইয়াছিন মিয়াজী, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিনুল ইসলাম বাদশা ও মো. শহিদ উল্যা মিন্টু।
সভা শেষে অতিথিরা প্রবাস ফেরত পুঙ্গুদের মাঝে হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ওয়াটার কুলারের উদ্বোধন করা হয়।

